ন্যাশনাল মেডিক্যাল কলেজ
শেষ আপডেট: 16th January 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: অস্ত্রোপচার চলাকালীন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক। জানা গিয়েছে, অর্থোপেডিক বিভাগের ওটিতে যন্ত্রের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যার জেরে ভেন্টিলেশনে থাকা রোগীর অস্ত্রোপচার থামিয়ে দিতে হয়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ওটির ভেন্টিলেশনে রেখে ওই রোগীর হাড়ের অস্ত্রোপচার করা হচ্ছিল। সূত্রের খবর, হঠাৎ যন্ত্রের বিদ্যুৎবাহী তারে আগুনের ঝলক দেখা যায়। তারপর থেকেই ধোঁয়া বেরোতে শুরু করে।
সেই মুহূর্তে আলো নেভানোর কোনও উপায় না দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তারপর তারাই পিডব্লুডি ইলেকট্রিকাল ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়।
তড়িঘড়ি আধিকারিকরা ছুটে এসে যেখান থেকে আলোর ঝলকানি বেরোয় তার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেন। তারপরই কোথায় গলদ ছিল সেই জায়গা দ্রুত খুঁজে বের করে সমস্যা মিটিয়ে নেওয়া হয় বলে খবর।
প্রসঙ্গত, গত বছরই অক্টোবর মাসে ন্যাশনাল মেডিক্যালে আগুন আতঙ্ক ছড়ায়। সেই বার চক্ষু বিভাগের একটি অংশ থেকে সাদা ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
ইলেকট্রিকের কোনও যন্ত্র থেকে আগুন ছড়াতে পারে বলে মনে করা হয়েছিল হাসপাতালের তরফে। এবারও প্রায় একই ঘটনা ঘটল ন্যাশনাল মেডিক্যালে।