শেষ আপডেট: 31st October 2024 07:39
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগেই শহরে ফের ভয়াবহ আগুন। বুধবার গভীর রাতে ট্যাংরার ক্যানেল সাউথ রোডের একটি গোডাউনে আগুন লাগে। জানা গেছে, কাঁচা চামড়ার ওই গোডাউন আগুন নেভাতে প্রথমে ৫টি ও পরে আরও দু'টি দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছয়।
বুধবার সকালেই মধ্যমগ্রামের একটি রাসায়নিক কারখানায় ভয়ানক আগুন লেগে যায়। ঝলসে মারাও যান এক শ্রমিক। তার কয়েক ঘণ্টা পরেই রাতেই ফের অগ্নিকাণ্ড শহরে।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। পোড়া গন্ধও ছড়িয়ে পড়ে চারপাশে। সঙ্গে সঙ্গে খবর দেওয় হয় পুলিশ এবং দমকলে।
গোডাউনের ভিতর একজন আটকে ছিলেন বলে দাবি এলাকাবাসীর। কিন্তু বিপদ হওয়ার আগোই তাঁকে উদ্ধার করে নিরাপদ জায়গায় বের করে আনেন স্থানীয়রাই।
পুলিশ জানিয়েছে, ওই গোডাউনে চামড়ায় রং করার কাজ হতো। সেই কারণে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাতটি ইঞ্জিন এরপর দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তবে এই প্রথম নয়, বছরখানেক আগে একই গলিতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তিন দিন পর্যন্ত ছিল সেই আগুনের রেশ। আরও একবার একই অগ্নিকাণ্ড, কোনও সুরক্ষাই নেই। ওই নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।