শেষ আপডেট: 12th February 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন। জানা গিয়েছে বুধবার সাতসকালে ট্রেনের ওভারহেড তার থেকে ঘটে যায় দুর্ঘটনা। এদিন ভোর ৪টে ১০ মিনিটে লোকাল ট্রেনটিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। তবে ট্রেনের কামরায় কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
পূর্ব রেল সূত্রে খবর, এদিন শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। কিন্তু আচমকাই সেটিতে আগুন লেগে যায়। ট্রেনের প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, ওভারহেডের তার ছুঁতেই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। আর তা দেখে হইচই পড়ে যায় গোটা স্টেশনে। সাতসকালে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন লাগা ট্রেনটি কারশেডে পাঠিয়ে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়।
বিষয়টি নজরে আসতেই রেলকর্মীরা দ্রুত পরিস্থিতির মোকাবিলায় নামেন। বিপদ এড়াতে প্ল্যাটফর্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সূত্রের খবর, এদিন সকালে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়েছিল নৈহাটি যাওয়ার প্রথম লোকাল ট্রেন। বহু যাত্রী সেটিতে চেপে কাজে যান। আচমকা ওই ট্রেনেই লাগে আগুন। তবে ট্রেন দাঁড়িয়ে থাকার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
তবে এদিন রেলকর্মীরা জল দিয়ে আগুন নেভানর চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সপ্তাহের মাঝে কর্মব্যস্ত দিনে এমন দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নিত? তা নিয়ে উঠছে প্রশ্ন।