শেষ আপডেট: 22nd October 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত পুলকারে আগুন। অল্পের জন্য রক্ষা পেল দশজন ছাত্রী। সেক্টর ফাইভ নিউ ব্রিজ টুয়ের কাছে মঙ্গলবার বিকেল নাগাদ এই ঘটনায় শোরগোল পড়ে যায়।
স্কুল ছুটির পর একটি বেসরকারি স্কুলের ছাত্রীরা পুলকারে সল্টলেক থেকে নিকোপার্ক হয়ে নিউটাউন যাচ্ছিল। সেই সময় সেক্টর ফাইভ নিউ ব্রিজ টুয়ের কাছে চলন্ত পুলকারে আগুন লেগে যায়। গাড়িতে ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চালক গাড়িটিকে সাইড করেন। সেখানে কর্তব্যরত বিধাননগর ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি বাচ্চাদেরকে গাড়ি থেকে নামায়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রথমে সিভিক ভলেন্টিয়াররাই অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তড়িঘড়ি ছাত্রীদের পুলকার থেকে না নামানো হলে বড়সড়ো বিপদ ঘটে যেতে পারত বলে দাবি পুলিশের। পুলিশ এদিন আটকে পড়া স্কুল ছাত্রীদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে।