শেষ আপডেট: 13th March 2025 08:28
দ্য ওয়াল ব্যুরো: আবারও শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বৃহস্পতিবার সকালে আগুন লাগে হাজরার (Hazra) যতীন দাস পার্ক মেট্রো স্টেশন (Jatin Das Park) লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে। অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছয় দমকল।
এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ হাজরা রোডের ওই দোতলা বাড়িতে আগুন লেগে যায়। পরিত্যক্ত তাই স্বাভাবিকভাবেই বাড়িতে কেউ ছিলেন না। এমন অবস্থায় কীভাবে ফাঁকা বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। তবে দরজা বন্ধ থাকায় ভিতরে জল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। পরে জানলা ভেঙে জল দিতে শুরু করেন দমকলকর্মীরা। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
যে জায়গায় বাড়িটি রয়েছে তা জনবহুল এলাকা। আশেপাশেও অনেকের বাড়ি। তাই আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকা বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। তারপরই দমকলকে খবর দেন। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।
তালাবন্ধ বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা কম। তাই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। ভবানীপুর থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।