শেষ আপডেট: 10th April 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire)। এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সংলগ্ন বিল্ডিংয়ে লাগে আগুন। টেম্পল চেম্বারস নামের যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানেই আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বার রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আচমকা ওই বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। আগুনের লেলিহান শিখাও দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে তাঁরা সেখানে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ওই বিল্ডিংয়ে একা বিকাশ ভট্টাচার্যের নয়, আরও একাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। রয়েছে অনেক ল’ ফার্মের অফিসও। তাই আগুনের তীব্রতা বাড়লে যে অনেক মানুষ ছাড়াও নথির ক্ষতি হত, তা স্পষ্ট। কিন্তু দ্রুত দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
এমনিতে ওই এলাকা বেশ জনবহুল। চারপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে। সর্বক্ষণ গাড়িও যাতায়াত করে। তাই এমন এক জায়গায় আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়।
বিল্ডিংয়ের কর্মীরা জানিয়েছেন, এখানে দুটি লিফট রয়েছে। তার মধ্যে পুরনো একটি লিফট বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। সেখান থেকেই আগুন লেগেছে।