শেষ আপডেট: 7th February 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার বেলগাছিয়ায় মিল্ক কলোনির এক বহুতলে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে।
জানা গেছে, মিল্ক কলোনির ওই বহুতলের পাঁচতলায় প্রথমে আগুন লেগেছিল। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল কর্মীদের পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
প্রাথমিক পর্যায়ে দমকলের চারটি ইঞ্জিনকে ডাকা হয়েছিল ঘটনাস্থলে। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে অনুমান করে আরও ইঞ্জিন ডাকা হয়। কিন্তু তাতেও যদি আগুন নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও ইঞ্জিন আনা হতে পারে বলে জানান হয়েছে। দুধের প্লাস্টিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে মনে করেছে দমকল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। সেই সময়ে বহুতলে কাজের ব্যস্ততা ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হুড়মুড়িয়ে সকলে বেরিয়ে আসেন। যে বহুতলে আগুন লেগেছে সেটি সেন্ট্রাল ডেয়ারির প্রশাসনিক ভবন।