শেষ আপডেট: 22nd March 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল বিধ্বংসী আগুন নারকেলডাঙায়। শনিবার ভোর ৬টা নাগাদ নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায় একটি চারতলা বহুতলের নীচে থাকা গোডাউনে আগুন লাগে। স্থানীয়দের দাবি, প্রথমে ধোঁয়া দেখা যায়, সময় গড়াতেই আগুন ভয়াবহ রূপ নেয়। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে।
প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৭টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। হোস পাইপ দিয়ে জল দেওয়া শুরু হয়। ঘন জনবসতি ও সরু গলি হওয়ায় দমকল কর্মীদের বেগ পেতে হয়। ইঞ্জিন বা পাইপ নিয়ে ঢুকতেও বেশ খানিকটা সময় লেগে যায়। পরিস্থিতি সামাল দিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও ঘটনাস্থলে হাজির হন। বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, গোডাউনে প্রচুর কাগজের বাক্স ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের টানা দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দীর্ঘ সময় ধরে জল ছিটিয়ে এলাকা ঠান্ডা করা হয়।
ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তদন্ত শুরু হবে এবং কোনও গাফিলতির প্রমাণ মিললে গোডাউনে মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।