শেষ আপডেট: 14th February 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ নাগাদ স্টেশন লাগোয়া ব্রিজের নীচে, প্রাচী সিনেমা হলের কাছে আগুন জ্বলতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন।
কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী ৬টি দোকানে আগুন লাগলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্রিজের ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রেল ও মুচিপাড়া থানার পুলিশও।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও হাত লাগান আগুন নেভানোর কাজে। কিছু পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হিয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকারই একটি চায়ের দোকানে প্রথমে আগুন লাগে। চোখের নিমেষে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।