শেষ আপডেট: 11th January 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। শনিবার শিয়ালদহ স্টেশনের পাশের ফুড কোর্টে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও হতাহতের কোনও খবর নেই।
শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে থাকা বাইরের ফুড কোর্টের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো দোকানটি আগুনের গ্রাসে চলে আসে। কারও মৃত্যু না হলেও অনেক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু তা পুরোপুরি সম্ভব না হওয়ায় দমকল ডাকা হয়।
ঘটনার প্রায় আধ ঘণ্টা পর দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বহু স্থানীয় মানুষ, সাধারণ যাত্রীরাও। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণ আনে দমকলবাহিনী।
আগুন নেভানোর সময়ই দোকান থেকে বেঁচে যাওয়া খাবারের সামগ্রী বের করে আনা হয়। কিছুটা সময়ে সেখানে হুড়িহুড়ি শুরু হয়েছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসে বলেই সূত্রের খবর। যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।