শেষ আপডেট: 10th February 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে নারকেলডাঙায় ভয়াবহ আগুন লাগে। একজনের মৃত্যু হয়। পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়দের একাংশ। তুলকালাম হয়ে ওঠে এলাকা। ঘটনায় এবার কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।
তৃণমূল কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মেয়র এলাকা ছাড়ার পরপরই গন্ডগোলের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়। পাল্টা শ্লীলতাহানি, অস্ত্র হামলার অভিযোগ তুলেছেন কাউন্সিলর অনুগামীরা। দু'পক্ষেরই অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তের জন্য ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার খালপাড়ের বস্তিতে। অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় এক জনের। সকালে তাঁর দেহ উদ্ধার করা হয় ঝুপড়ির ভিতর থেকে। দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)।
গতকাল নারকেলডাঙায় যেখানে আগুন লেগেছিল সেই জায়গা পরিদর্শন করে মেয়র চলে যাওয়ার পর উত্তেজনার পরিস্থিতি দেখা দেয়। গন্ডগোল শুরু হয়। চেয়ার ভাঙচুরের ঘটনাও দেখা যায়। নারকেলডাঙা থানায় দু'টি এফআইআর দায়ের হয়েছে বলে খবর। লিখিত অভিযোগ করা হয়েছে হায়দার নওয়াজের অনুগামীদের তরফ থেকে। ৬ জনের নাম রয়েছে এই এফআইআরে। প্রথম নামই হল কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিংহ।