শেষ আপডেট: 28th October 2024 10:38
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার কলকাতায় আগুন লাগার ঘটনা। এবার প্রিন্স আনোয়ার শাহ রোড। সোমবার সাতসকালে এই এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়েছেন ২৩-২৪ বছরের এক যুবক। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙ্গুর হাসপাতালে। যে বাড়িতে আগুন লাগে তার আশেপাশে কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকদিন পরেই কালীপুজো। তার আগে শহরে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর বাড়িতে আগুন লাগে। তাঁর মা যখন রান্না করছিলেন সেই সময়ই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। অগ্নিদগ্ধ হন ওই যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কোন কারণে সিলিন্ডার ফাটল তা তদন্ত করে দেখছে পুলিশ।
দমকলের ৫টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে। ১৪৮ নম্বর প্রিন্স আনোয়ার শাহর রোডে ঘিঞ্জি গলির মধ্যে বাড়ি হওয়ায় আরও বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। স্থানীয়দের দাবি, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির একতলায় রান্না করছিলেন এক মহিলা। সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মহিলা বেরিয়ে আসতে পারলেও, দোতলায় থাকা তাঁর ছেলে বেরোতে না পেরে অগ্নিদগ্ধ অবস্থাতেই ওপর থেকে ঝাঁপ দেন।
তবে এলাকাবাসীর অভিযোগ দমকল এবং পুলিশের বিরুদ্ধে। তাঁদের দাবি, দমকলবাহিনী দেরি করে এসেছে তা আগুন আরও বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। আর ঘটনাস্থল কোন থানার অন্তর্গত, তা নিয়ে পুলিশ টালবাহানা করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কলকাতার একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে বেলেঘাটায়, তার আগে আগুন লেগেছিল শিয়ালদহ ইএসআই হাসপাতালে। কয়েক মাস আগে কসবার অ্যাক্রোপলিস মল ও গার্স্টিন প্লেসেও আগুন লাগে। বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা।