শেষ আপডেট: 15th February 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শনিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন আরুপোতায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আরুপোতার একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
যে এলাকায় আগুন লেগেছে সেখানে আশেপাশে জনবসতি রয়েছে। স্বাভাবিকভাবেই তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ইতিমধ্যে গ্যারেজের পাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গ্যারেজে তেল, মোবিল সহ বহু দাহ্য পদার্থ ছিল। তাই আরও বিধ্বংসী অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছিল। তবে তেমন ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। যদিও গ্যারেজের ঠিক কোন জায়গা থেকে আগুন ছড়িয়েছে তা জানতে পারেনি দমকল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কেও আঁচ করা যায়নি।
বিগত কয়েক সপ্তাহে শহরে একাধিকবার অগ্নিকাণ্ড হয়েছে। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু করে নারকেলডাঙা, আগুন লাগার ঘটনায় আতঙ্ক বেড়েছে মানুষের। নারকেলডাঙায় আবার একজনের মৃত্যুও হয়েছিল। তার জন্য স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইতিমধ্যে কলকাতা পুরসভা তাঁকে শো-কজ করেছে।