শেষ আপডেট: 12th November 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। মঙ্গলবার সন্ধেয় ইএম বাইপাসের ধারে কালিকাপুরের একটি বাডিতে আগুন লেগেছে। পাশেই রয়েছে ঝুপড়ি। ফলে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।
ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
কীভাবে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধের মুখে কালিকাপুরে বাইপাসের ধারের একটি বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। আশেপাশে একাধিক দোকান রয়েছে। অদূরে রয়েছে ঝুপড়িও। গুন দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।
শুরুতে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থা্নীয়রা। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। সূত্রের খবর, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এখনও আগুন জ্বলছে কিছু পকেটে। সেগুলি নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
এর আগে গত ফেব্রুয়ারিতে বাইপাসের ধারে আনন্দপুরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল। হাওয়ার গতি বেশি থাকায় সে সময় প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এদিনের অগ্নিকাণ্ডে বাসিন্দাদের মধ্যে ফিরে এসেছে সেই স্মৃতি।