শেষ আপডেট: 2nd November 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপ বাইকের রাইড বাতিল করায় মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্যাবের চালক ফোন করে গালিগালাজ ও হুমকি দিয়েছে বলেও জানাচ্ছেন অভিযোগকারী। ইতিমধ্যেই চালকের নাম, ফোন নম্বর দিয়ে কলকাতা পুলিশের সাইবার সেল ও পূর্ব যাদবপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা জুনিয়র ডাক্তার।
ঘটনা হল, শুক্রবার মহিলা জুনিয়র ডাক্তার একটি সংস্থার অ্যাপ বাইক বুক করেন। তখন ১২ মিনিট দেরিতে সেই গাড়ি লোকেশনে পৌঁছবে বলে দেখায়। তাড়া থাকার জন্য সেই বুকিং বাতিল করে দেন মহিলা ডাক্তার। অভিযোগ, কেন বুকিং বাতিল করা হল সেই প্রশ্ন তুলে বারবার চালক ফোন করতে থাকেন। কল রিসিভ করার পর গালিগালাজ শুরু করে দেন।
শুধু এই নয়, মহিলা জুনিয়র ডাক্তারের অভিযোগ, চালক এরপর ফোনে অশ্লীল ভিডিও পাঠাতে থাকেন। তাঁর কথায়, 'অস্রাব্য ভাষায় গালগালাজ করতে থাকেন চালক। রীতিমতো ফিজিক্যাল থ্রেট দেন। বলেন এলাকায় দেখতে পেলে চামড়া তুলে নেব। যেহেতু পূর্ব যাদবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে, তাই আমি সেখানে অভিযোগ দায়ের করি।'
জানা যাচ্ছে, অভিযুক্ত চালকের নামে তিনটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আরজি করের প্রতিবাদের আবহেই এহেন ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। অভিযোগকারী ওই মহিলা জুনিয়র ডাক্তারের প্রশ্ন, 'কেন ক্যাব সংস্থাগুলো চালকদের ব্যাকগ্রাউন্ড চেক না করেই কেন নিয়োগ করছে?'