শেষ আপডেট: 23rd July 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: খালে ভাসছে বস্তা। আর বস্তার ফাঁকা অংশ থেকে বেরিয়ে রয়েছে চুল। সন্দেহ হতেই খবর গেল পুলিশে। এরপর পুলিশ এসে বস্তা খুলতেই সকলের চক্ষু চড়কগাছ। খাস কলকাতার খাল থেকে উদ্ধার হল এক মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। সেখানেই শান্তিনগর খালের ব্রিজের নিচ থেকে বস্তায় মোড়া দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে বাঙুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ শান্তিনগর খালে বস্তাটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ২ থেকে ৩ দিন আগে মহিলার মৃত্যু হয়েছে। মহিলাকে খুন করে বস্তায় ভরে দেওয়া হয়েছে বলে সন্দেহ পুলিশ আধিকারিকদের। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃতের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মৃত্যুর সময়ে তাঁর পরনে ছিল কমলা রংয়ের জামা ও কালো প্যান্ট। মহিলার হাতে ও পায়ে নেইল পলিশ রয়েছেও। কবে কীভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।