শেষ আপডেট: 22nd October 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনের দিনই তাঁকে ইমেল পাঠালেন আরজি করে নির্যাতিতার বাবা। মঙ্গলবার সকালে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাহের সঙ্গে একবার বৈঠকে বসার আর্জি জানানো হয়েছে।
এদিন অভয়ার বাবা চিঠিতে জানিয়েছেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা।
সকাল ১১ টা ২০ মিনিটে ইমেল পাঠিয়ে ‘অভয়ার’ বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিষ্কার জানিয়েছেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'
নির্যাতিতার বাবা আর জানিয়েছেন, ‘আমি ও আমার স্ত্রী একবার আপনার সঙ্গে দেখা করে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই এবং আপনার সাহায্য প্রার্থনা করি। আপনি যদি কিছুক্ষণ আমাদের সময় দেন উপকৃত হব।’
ইমেলের শেষে আগে থেকে সময় জানানোর আর্জি জানিয়ে ‘অভয়ার’ বাবা লেখেন, একটু আগে থেকে সময় জানতে পারলে আমি ও আমার স্ত্রী প্রস্তুতি নেব। সোমবার শাহের বঙ্গ সফর বাতিল করা হয়। বিজেপি সূত্রে খবর, দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠকের পর সোমবার রাতেই অনশন তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনশন তুললেও আন্দোলন থেকে সরে না আসার বার্তা দেওয়া হয়েছে। বুধবারই রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শুধুমাত্র রাজ্যের মানুষের কথা চিন্তা করে এবং অভয়ার বাবা-মায়ের অনুরোধেই তাঁরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নবান্নের বৈঠকে তাঁরা যে একেবারেই সন্তুষ্ট নন, সে কথাও জানিয়ে দেওয়া হ্য়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, প্রশাসনের শারীরিক ভাষা ছিল হুমকি দেওয়ার মতো।