শেষ আপডেট: 22nd October 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তা নিয়ে কড়াকড়ির পরেও বোমাতঙ্কের হয়রানি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এবার বোমাতঙ্কের ঘটনা কলকাতা বিমানবন্দরে।
সোমবার সকাল ১০টা ৫৫মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিং পোর্টালের নম্বরে আচমকা ফোন আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। সেখানে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমান ছিনতাই করা হবে। হুমকির সঙ্গে সঙ্গেই ফোন কেটে যায়।
শুধু তাই নয় ওই একই নম্বরে কিছুক্ষণ পর আবার ফোন আসে। যেখানে হুমকির সুর কিছুটা চড়িয়ে বলা হয়, হাইড্রোজেন বোমা রাখা আছে বিমানে। যে কোনও মুহূর্তে বড় বিপত্তি ঘটবে। ফোন পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কবার্তা জারি করে নজরদারি শুরু হয়।
গত ১৪ অক্টোবর ২০২৪ থেকে আজ পর্যন্ত ১০০র বেশি হুমকির ফোন পেয়েছে বিমান সংস্থাগুলি। বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা মিলেছে। ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছে অসামরিক পরিবহণ মন্ত্রক।
ভুয়ো হুমকি বার্তা মিললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন অসামরিক পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। সাফ জানান, যাত্রী সুরক্ষা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়লে কাউকে ছেড়ে কথা বলা হবে না।
তার পরও বোমাতঙ্কের হয়রানি থেকে রেহাই পেল না নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। প্রায় ২ ঘণ্টা বৈঠকের পরে এ দিনের উড়ো ফোন নিয়ে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ওই ফোন কোথা থেকে, কীভাবে এসেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।