শেষ আপডেট: 14th December 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: কেষ্টপুরে মহিলা খুনের ঘটনার তদন্তে নেমে ৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে পাকড়াও করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই এই খুন।
ঘটনার তদন্তে নেমে রাতেই নাগের বাজারের বাসিন্দা কৌশিক সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে বিধান নগর পুলিশ কমিশনারেটের (এয়ারপোর্ট ডিভিশনের) ডিসি ঐশ্বরিয়া সাগর জানান, মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর ২৪৭ নম্বর বাড়ির তিনতলার একটি ঘর থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অভিষিক্তা দে সাহা, তিনি পেশায় একজন বিউটি পার্লার কর্মী।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রের দাবি, ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিলেন অভিষিক্তা।
অভিষিক্তার স্বামী বুদ্ধদেব সাহা বেসরকারি সংস্থায় কাজ করেন। জানা গিয়েছে, বাড়ি ফিরে ঘরের বাইরের তালা খুলে ভিতরে ঢুকে স্ত্রীর মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বাগুইআটি থানায় খবর দেন তিনি। বুদ্ধদেবকে জেরা করে পুলিশ জানতে পারে, অভিষিক্তার সঙ্গে এক যুবকের বিবাহ বর্হিভূর্ত সম্পর্ক গড়ে উঠেছিল।
সেই সূত্রেই মৃতের মোবাইলের কললিস্ট ঘেঁটে পুলিশ অভিযুক্ত কৌশিক সাহার নম্বর বের করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বিধান নগর পুলিশ কমিশনারেটের (এয়ারপোর্ট ডিভিশনের) ডিসি ঐশ্বরিয়া। মহিলার স্বামীর অভিযোগেরব ভিত্তিতে পুলিশ কৌশিককে আটক করে।
পরে দেখা যায়, ঘটনার সময় সে কেষ্টপুরে মহিলার ঘরেই ছিলেন। পুলিশের দাবি, জেরায় ধৃত খুনের কথা স্বীকার করেছে। তাঁর দাবি, তাঁদের মন্দিরে বিয়েও হয়েছিল। কিন্তু পরে সম্পর্ক অস্বীকার করে মহিলা। সেই রাগেই সে প্রেমিকাকে খুন করেছে।