শেষ আপডেট: 20th November 2023 17:18
দ্য ওয়াল ব্যুরো: তল্লাশির নামে টানা ৭২ ঘন্টা কর্মীদের আটকে রেখে হেনস্তা করার অভিযোগ। সোমবার এই অভিযোগে আয়কর দফতরের কর্তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা। ঘটনাটি ঘটেছে কলকাতার ক্যামাক স্ট্রিটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে রয়েছে একটি বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার অফিস। আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগের কারণে শনিবার থেকে ওই অফিসে তল্লাশি অভিযান শুরু করেছেন আয়কর বিভাগের আধিকারিকরা।
সংশ্লিষ্ট বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার কর্মীদের অভিযোগ, তল্লাশির নামে তাঁদের ফোন ও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। ফলে শনিবার থেকে গত ৭২ ঘণ্টা পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি তাঁরা। সংস্থার বেশ কয়েকটি অফিসও সিল করে দেন আয়কর বিভাগের কর্মীরা।
প্রতিবাদে শনিবার দুপুর থেকে তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় শেক্সপিয়ার সরণী থানা পুলিশ। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভরত কর্মীদের শান্ত করার চেষ্টা করা হয় পুলিশের তরফে। আয়কর বিভাগের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তদন্তের গোপনীয়তা রক্ষার স্বার্থেই কর্মীদের ফোন বাজেয়াপ্ত করে রাখা হয়েছে।