শেষ আপডেট: 8th December 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। কয়েকজন দুষ্কৃতী ডালমিয়ার বাড়ির গেটের সামনে আচমকা বোমা ছোড়ে বলে অভিযোগ। তাঁর দাবি, বোমাটি তার বাড়ির পাঁচিলের কাঁটাতারে লেগে সেখানেই বিস্ফোরণ হয়। গভীর রাতে আচমকাই বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
নেত্রীর মতে, তিনি যখন গতকাল রাত অর্থাৎ শনিবার ১১টা বেজে ৪০ মিনিটে বারান্দায় বসে ছিলেন, তখন হঠাৎই প্রচণ্ড আওয়াজে গোটা বাড়ি কেঁপে ওঠে। প্রথমে তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। তারপরই হঠাৎই আগুন চোখে পড়ে তাঁর। তাঁকে টার্গেট করেই দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ বৈশালীর।
ঘটনা প্রসঙ্গে বিজেপি নেত্রী বলেন, 'আমার বাড়ির দেওয়ালে বোমা ছোড়া হয়েছে। তারপরে গোলা গোলা আগুন বাড়ির ভিতর যেতে শুরু করল। এতদিন তো এসব শুধুই সিনেমায় দেখেছি। হিন্দি সিনেমায় যেমন দেখায়, ঠিক অমনভাবেই বিস্ফোরণটা হল। এমন আমি প্রথম দেখলাম। চারিদিকটা আগুনে পুরো কমলা হয়ে গেল। কলকাতায় কোনওরকম নিরাপত্তাই নেই দেখতে পাচ্ছি। যদি রাতবিরেতে শহরে এভাবে মানুষের মধ্যে বোমাবাজি করা হয়, তাহলে সেখানে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেই।'
নেত্রী আরও বলেন, 'আমার বাড়ির বড় দেওয়াল আর তারকাঁটার জন্য আটকে গিয়েছে। যদি বড় পাঁচিল না থাকত, তাহলে তো সোজা আমার জানলাতে গিয়েই লাগত। আর আমি তো তখন সেখানেই ছিলাম। তবে এমনটা কী কারণে করা হল, সেটা বুঝতে পারছি না। এইটুকু বুঝতে পারছি কলকাতায় আর নিরাপত্তা বলে কিছু নেই।'