শেষ আপডেট: 1st October 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাত দখল করেছেন মেয়েরা। চারিদিকে একটাই চিৎকার, 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার সেই আওয়াজ-সহ আরও একাধিক বিষয়ের প্রতিবাদে লক্ষ কণ্ঠের আওয়াজ উঠবে আজকের ‘রাস্তা দখল’ মহামিছিলে। আর সেই মিছিলেই দেখা যাবে সদ্য তৃণমূলের সাংসদ পদ ছাড়া জহর সরকারকে।
১ অক্টোবর বিকেল ৫টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত রাস্তা দখল করবে একাধিক সংগঠন। তাঁদের স্লোগান ‘লক্ষ কণ্ঠ রাজপথে, সব প্রতিবাদ একসাথে’।
মহামিছিলে উপস্থিত থাকবে, ডাক্তার সংগঠন থেকে শুরু করে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকরা। থাকবে রিকশাচালক, যৌনকর্মী, যাদবপুর-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। দেবীপক্ষের আগের রাতেই রাস্তায় নামছে প্রায় পঞ্চাশটি গণসংগঠন। আর তাদের সঙ্গেই পা মেলাবেন তৃণমূলত্যাগী সাংসদ জহর। এমনটাই সূত্রের খবর।
প্রাক্তন এই আমলা কেন্দ্র ও রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। প্রসার ভারতীর সিইও ছিলেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন তৃণমূলের জহর সরকার। সরকারকে নিয়ে একাধিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন জহর।
একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনে সেই চিঠিতে তিনি লেখেন, 'মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি।’