শেষ আপডেট: 18th February 2025 17:15
বেআইনিভাবে জমি দখল করার ঘটনায় অভিযুক্ত কলকাতা পুরসভারই প্রাক্তন কর্মী! অভিযোগ শোনার পর ক্ষোভ প্রকাশ করেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তারপর তিনি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্তেই পুরসভার প্রাক্তন কর্মীর নাম উঠে আসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতার পুরসভার প্রাক্তন অ্যাসসি কালেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত ৭ ফেব্রুয়ারি টক টু মেয়র অনুষ্ঠানে ডায়মন্ড হারবার রোডের বেহালা থানার অন্তর্গত এলাকার শুভাশিস দত্ত নামের এক বাসিন্দা ফোন করে দাবি করেছিলেন, তাঁর সম্পত্তি বেআইনিভাবে দখল করা হয়েছে। এই অভিযোগ পেয়ে মেয়র ফিরহাদ হাকিম প্রশ্ন তোলেন যে, কেন এমন ঘটনা ঘটেছে। একই সঙ্গে দ্রুত তদন্ত করার নির্দেশ দেন তিনি। সেই তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, এই কাজে পুরসভার একাধিক বিভাগের অনুমোদন পাওয়া গেছিল।
অভিযোগকারীর দাবি, তাঁর অনেকটা জমি ছিল। সেই জমির একাংশ বেআইনিভাবে দখল করে এক প্রমোটারকে বিক্রি করে দিয়েছেন ওই পুরসভার প্রাক্তন কর্মী। দখল করা জমির পরিমাণ অন্তত ৩০০ স্কোয়ার-ফুট। এই ঘটনায় মেয়রের বক্তব্য, ১০০ শতাংশ টাকার লেনদেন হয়ে থাকতে পারে। এক্ষেত্রে অভিযোগ প্রমাণ হলে ওই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত হলে তাঁর পেনশন আটকে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্র মারফৎ জানা গেছে, ওই প্রাক্তন অ্যাসসি কালেক্টর বেআইনি সম্পত্তি হস্তান্তর করার জন্য অবৈধ অনুমতিকে বৈধ করার ক্ষেত্রে পুরসভার একাধিক বিভাগের সই জোগাড় করেছিলেন। অর্থাৎ সেই সব বিভাগ বৈধ অনুমোদন দিয়েছিল। এখানেই প্রশ্ন, তাহলে কি সেই সব বিভাগের কর্মীরাই এই ঘটনায় জড়িত রয়েছেন? প্রাক্তন অ্যাসসি কী কাজ করছেন তা কি তাঁরা জানতেন? প্রশ্ন উত্তর আপাতত মিলছে না। এই নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি মেয়র ফিরহাদ হাকিমও।