শেষ আপডেট: 3rd February 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে প্রথম পরিচয়। তারপরই প্রেম। সেই প্রেমেরই খেসারত দিতে হল তথ্যপ্রযুক্তি কর্মীকে। কী না, ব্রেকআপের পর থেকেই এক সময়ের ভালবাসার মানুষ তরুণীকে সাংঘাতিক হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অস্ত্র উঁচিয়ে ওই যুবক বাড়ি চলে আসেন বলে অভিযোগ তাঁর। মেরে ফেলারও হুমকি দেন তিনি।
তরুণীর অভিযোগ, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দু'জনের। '২৩-এ প্রেম ভাঙার আগে অ্যাসিডের বোতল নিয়ে হুমকি দিয়েছিলেন যুবক। সম্পর্ক ভাঙার পর থেকেই লাগাতার হুমকি দেওয়া চলতেই থাকে বলে দাবি তরুণীর।
পুলিশে অভিযোগ দায়ের করে ওই তরুণীর বক্তব্য, সম্পর্ক ভেঙে দেওয়র পরেও ওই যুবক তাঁকে বিভিন্ন নম্বর থেকে বারবার ফোন করে বিরক্ত করতেন। নোংরা নোংরা কথা বলতেন। সেই সঙ্গে পুরনো ছবি ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হত।
তরুণীর আরও অভিযোগ, এদিন অভিযুক্ত যুবক ফের তাঁর বাড়িতে আসেন। তারপর হঠাৎই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সামনে ধরেন। শুধু তাই নয়, "পিস পিস করে" কেটে খুনেরও হুমকি দেন তিনি।
তখনই তরুণী পুলিশে খবর দেন। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। অস্ত্র আইন অনুসারে এই মামলায় একটি মামলাও দায়ের করা হয়েছে।