শেষ আপডেট: 4th September 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারের দিকে তাকিয়ে রয়েছে আপামর রাজ্যবাসী। কারণ সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি রয়েছে। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। তাহলে এই রিপোর্টে কি কোনও 'বড় নাম' থাকবে? জল্পনা বাড়ছে।
সন্দীপ ঘোষ তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার হননি। তাঁকে গ্রেফতার করা হয়েছে হাসপাতালের আর্থিক দুর্নীতির ইস্যুতে। তবে সন্দীপ একা নন, তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও তিনজন। কিন্তু সিবিআই ইতিমধ্যেই দাবি করেছে যে হাসপাতালে একটা বড় চক্র কাজ করছে। তাই আরও অনেকেই এই ঘটনায় জড়িয়ে থাকতে পারেন। তরুণী চিকিৎসক খুনের ঘটনাতেও যে সন্দীপের ভূমিকা আছে তাও কেউ ভুলছে না। এতএব বৃহস্পতিবারের সিবিআই রিপোর্ট আরও অনেক কিছু সামনে আনতে পারে বলে অনেকের মত।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ৮ দিনের হেফাজতে পেয়েছে সিবিআই। তাঁরা জানিয়েছে, তাঁকে টানা জেরা করার প্রয়োজন আছে। পাশাপাশি আরও যে তিনজনকে গ্রেফতার করেছে তাঁরা তাঁদেরও ৮ দিনের হেফাজত হয়েছে। অনুমান সকলকে একসঙ্গে বসিয়েও জেরা করা হতে পারে। এই অবস্থায় সুপ্রিম কোর্টে সিবিআই ঠিক কী রিপোর্ট দেয় তার দিকে সকলে তাকিয়ে। যদিও আন্দোলনকারীদের একটা বড় অংশ সিবিআই-এর ভূমিকাতেও আপাতত সন্তুষ্ট নয়।
গত ১৩ অগস্ট আরজি কর হাসপাতালের তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। তার পর থেকে ২২ দিন অতিবাহিত। কিন্তু খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, তাকে বাদ দিয়ে সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি। সন্দীপ ঘোষ ও আরও তিনজন আর্থিক অনিয়মের অভিযোগে ভিত্তিতে গ্রেফতার হয়েছেন, খুন ও ধর্ষণের ঘটনা সূত্রে নয়। এই কারণেই জুনিয়র ডাক্তাররা কার্যত হতাশ। তবে সার্বিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে শুনানির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।