ফাইল চিত্র
শেষ আপডেট: 12th February 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বইমেলায় স্টল পায়নি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)। বইমেলা শেষ হয়ে গেলেও এপিডিআরের মামলার নিষ্পত্তি হয়নি। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিল, আপাতত কিছু করার নেই কিন্তু বইমেলায় এপিডিআর স্টল না পাওয়ায় তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা নিয়ে আদালত শুনানি চালিয়ে যাবে। এই মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর হবে।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রায় ৪০-৪৫ বছর পর এবার প্রথমবারের মতো স্টল দেওয়ার অনুমতি পায়নি এপিডিআর। বইমেলার আয়োজক সংস্থা গিল্ড তাদের স্টল বরাদ্দের আবেদন খারিজ করে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিল্ড জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ক্যাটেলগ জমা না দেওয়ায় এপিডিআরকে স্টল দেওয়া সম্ভব হয়নি। আদালতে এপিডিআরও স্বীকার করে নেয় যে, তাদের কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। এই যুক্তি মেনে নিয়েই বিচারপতি সিনহা তাদের আবেদন খারিজ করেন।
এরপর এপিডিআর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। শুনানির সময় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, যেহেতু মেলা শেষ হয়ে গিয়েছে, তাই এখন কিছুই করা সম্ভব নয়। তবে আদালত শুনবে বিষয়টি। স্টল না পাওয়ায় গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয়েছে কি না তা দেখা হবে।
গিল্ডের আইনজীবী আদালতে জানান, গিল্ডের নিজস্ব নিয়ম রয়েছে এবং রাজ্যের এতে কিছু করার নেই। প্রতিবছর নিয়ম পরিবর্তন হতে পারে। 'অধিকার' এপিডিআর-এর মাসিক পত্রিকা, তারা স্টল খুলতে পেরেছে।
এপিডিআরের আইনজীবী ঝুমা সেনের পাল্টা যুক্তি, গত চার দশকেরও বেশি সময় ধরে এপিডিআর বইমেলায় স্টল দিয়ে আসছে। এবছর হঠাৎ করে রেজিস্ট্রেশন না থাকার কারণে স্টল না দেওয়া গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। প্রধান বিচারপতি এই যুক্তি মেনে নেন এবং তিন সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।