শেষ আপডেট: 13th September 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই খাবার চেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পোস্ট। সেখানেই জুনিয়র ডাক্তারদের আবেদন, শুকনো খাবার ও পর্যাপ্ত জলের জোগান থাকলেও দুপুর বা রাতের খাবারের ঘাটতি রয়েছে।
পোস্টটি ভাইরাল হতেই এক মুহূর্ত দেরি না করে সাহায্যের হাত বাড়িয়েছিলেন বহু মানুষ। কিন্তু আচমকা এত খাবার এসে পৌঁছবে তা কল্পনাও করতে পারেননি আন্দোলনকারীরা। সেকারণে খাবার নষ্ট হওয়ার আশঙ্কায় আপাতত যাতে সাধারণ মানুষ খাবার না পাঠান সেই অনুরোধই জানালেন জুনিয়র ডাক্তাররা।
ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের পাঠানো খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। আন্দোলনকারীদের মতে, খাবার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলেও অনেক খাবার বেঁচে যাচ্ছে।
সেকারণেই খাবার জমে নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই সাধারণ মানুষকে আপাতত খাবার না পাঠানোর অনুরোধ আন্দোলনকারী ডাক্তারদের। তাঁরা জানিয়েছেন নিজেরা খাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েও অনেক খাবারই বেঁচে যাচ্ছে।
ভবিষ্যতে খাবার দরকার হলে ফের তাঁরা জানাবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের এমন উদ্যোগকে সাধুবাদ জুনিয়র ডাক্তারদের।