শেষ আপডেট: 17th February 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রতারণা হচ্ছে! এই অভিযোগ তুলে সোমবার পুরসভার অন্দরেই অবস্থান-বিক্ষোভ করলেন ইঞ্জিনিয়ারদের একাংশ। পুরসভার অতিরিক্ত পৌর-কমিশনার প্রবালকান্তি মাইতির ঘরের সামনে মাটিতে বসে এই বিক্ষোভ দেখানো হয়। শূন্যপদ ও পদোন্নতির দাবি না মেনে ঘুরপথে আদালতের দ্বারস্থ হয়েছে পুর কর্তৃপক্ষ, এই অভিযোগ আন্দোলনকারীদের।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইঞ্জিনিয়ারস অ্যান্ড এলার্ট সার্ভিস এসোসিয়েশনের ইঞ্জিনিয়াররা বিক্ষোভ-অবস্থানে অংশ নিয়েছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, আরআর কমিটির ১৫ জন সর্বোচ্চ পদের আধিকারিক সহ সমস্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অভিযোগ, 'পদোন্নতির বিষয় প্রায় সাড়ে ৩ বছর ধরে আটকে রয়েছে। কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছিলাম। পুরসভা পাল্টা ডিভিশন বেঞ্চে গেছে। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু নতুন কমিটি গঠনের পর রিপোর্ট জমা পড়লেও কয়েকজনের ষড়যন্ত্রে আজও সমস্যার সমাধান হয়নি।'
মেয়র ফিরহাদ হাকিম তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রতিবাদী ইঞ্জিনিয়াররা। এই প্রেক্ষিতে বক্তব্য, মেয়র বলেছিলেন বিক্ষোভের প্রয়োজন নেই। পরে সর্বোচ্চ পর্যায়ের ১৫ জন আধিকারিক নিয়ে কমিটি গঠন হয়। কমিটিতে আন্দোলনকারীদের বক্তব্যও শোনা হয়। এই সংক্রান্ত রিপোর্টও মেয়রের দফতরে পাঠানো হয়। কিন্তু এই সময়ই কর্তৃপক্ষের দুই আধিকারিক চক্রান্ত করে পুরনো আরআর-কে (যার বিরুদ্ধে অভিযোগ) নোটিফায়েড করে সরকারে পাঠিয়েছে। পুরো বিষয়টি আদালত থেকে জানতে পারেন তাঁরা বলে দাবি।
বিক্ষোভকারীদের সাফ কথা, মেয়রকে তাঁরা বিশ্বাস করেন কিন্তু তাঁকেই বিপদে ফেলা হচ্ছে। নিজেদের স্বার্থে যে দুজন আধিকারিক ষড়যন্ত্র করেছেন তাঁদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা। পাশাপাশি রিভিউ কমিটির রিপোর্টও প্রকাশ্যে আনার আর্জি রয়েছে তাঁদের।