শেষ আপডেট: 24th September 2024 08:18
দ্য ওয়াল ব্যুরো: হংকং থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই দেখে, ফুয়েল ট্যাঙ্কে ফুটো! ফলে মাঝআকাশেই সব জ্বালানি শেষ হয়ে যেতে বসে বিমানটির। তাই তড়িঘড়ি কলকাতায় জরুরি অবতরণ করালেন পাইলট। সোমবারের এই ঘটনায় বিমানে ২৩১ জন যাত্রী ছিলেন। সকলে নিরাপদে আছেন।
জানা গিয়েছে, সকাল ন'টার সময় হংকং থেকে ২৩১ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়াবিমানটি। ভারতীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানটি কলকাতার আকাশে এসে পৌঁছয়। সেই সময়ই বিমানের ফুয়েল ট্যাঙ্কে ফুটো হওয়ার কথা জানতে পারেন পাইলটরা।
দেখা যায়, ডানদিকের ইঞ্জিনের সব জ্বালানি পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের পাইলট। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান।
খবর পেয়ে কলকাতা বিমানবন্দরেও জরুরি অবতরণের জন্যে তৎপরতা ও প্রস্তুতি শুরু হয়ে যায়। জরুরি পরিষেবা মোতায়েন করা হয় রানওয়েতে। দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্স দাঁড় করিয়ে রাখা হয় আগে থেকে। শেষমেশ সওয়া ১১টা নাগাদ সুরক্ষিত ভাবে এসে নামে সেই বিমান।
এর পরে ওই বিমানটি বাদ দিয়ে অন্য একটি ঘরোয়া উড়ানে করে সেই যাত্রীদের দিল্লির উদ্দেশে রওনা করানো হয়।