শেষ আপডেট: 17th February 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারে অস্ত্র দেখিয়ে শয্যাশায়ী প্রৌঢ়ার কাছ থেকে কয়েক লক্ষ টাকা, গয়না লুঠের খবর সামনে এসেছিল। আর এবার ঘটনাস্থল দমদম। কলকাতায় একের পর এক ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক সত্তরোর্ধ্ব দম্পতির ঘরে ঢুকে লুঠপাট চালাল ৭ জনের ডাকাত দল। রোববার রাত ২ টো নাগাদ দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে পড়ে ডাকাতরা। তারপর সোজা দোতলায় উঠে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে ধরে, খুনের হুমকি দিয়ে তারা লুঠপাট চালায় তারা।
ভাড়াটে না থাকার সুযোগ নিয়ে এই দুঃসাহসিক ডাকাতি চালানো হয়। সত্তরোর্ধ্ব দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত। অভিযোগ, আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ।
রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। দমদম থানার পুলিশ জানিয়েছে ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে, ডাকাতরা হেলমেট পরে থাকায় চিহ্নিত করা যাচ্ছে না।