Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Eid prayers

রেড রোডেই হবে ইদের নামাজ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, জানালেন মন্ত্রী জাভেদ

ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

 রেড রোডেই হবে ইদের নামাজ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, জানালেন মন্ত্রী জাভেদ

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 June 2025 02:38

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এবারও ইদ-উজ-জোহা (৭-৮  জুন) উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে ইদের নামাজ (Eid prayers)।

রেড রোডে নামাজ ঘিরে এবারে যে সংশয় তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কেটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান (Minister Javed Khan)।

মন্ত্রী বলেন, রেডরোডে ইদের নামাজকে কেন্দ্র করে এবারে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল। বিষয়টি জানতে পারার পরই আমরা সেনার কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে হস্তক্ষেপ করেছেন। সব সমস্যা মিটে গিয়েছে। পূর্বনির্ধারিত সূচি মেনে এবারেও নির্দিষ্ট দিনে সকাল সাড়ে আটটার সময় রেড রোডেই হবে ইদের নামাজ।

ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কিন্তু এবারে সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করা হয়। সেনার এক কর্তা চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেন নামাজের আয়োজক খিলাফত কমিটিকে।

এরপরই এ ব্যাপারে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। ওই বৈঠক থেকেই রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে সমস্যা সমাধানে উদ্যোগী হন। এরপরই জট মুক্তি ঘটে। 


ভিডিও স্টোরি