ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
ফাইল ছবি।
শেষ আপডেট: 2 June 2025 02:38
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এবারও ইদ-উজ-জোহা (৭-৮ জুন) উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে ইদের নামাজ (Eid prayers)।
রেড রোডে নামাজ ঘিরে এবারে যে সংশয় তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কেটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান (Minister Javed Khan)।
মন্ত্রী বলেন, রেডরোডে ইদের নামাজকে কেন্দ্র করে এবারে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল। বিষয়টি জানতে পারার পরই আমরা সেনার কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে হস্তক্ষেপ করেছেন। সব সমস্যা মিটে গিয়েছে। পূর্বনির্ধারিত সূচি মেনে এবারেও নির্দিষ্ট দিনে সকাল সাড়ে আটটার সময় রেড রোডেই হবে ইদের নামাজ।
ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কিন্তু এবারে সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করা হয়। সেনার এক কর্তা চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেন নামাজের আয়োজক খিলাফত কমিটিকে।
এরপরই এ ব্যাপারে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। ওই বৈঠক থেকেই রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে সমস্যা সমাধানে উদ্যোগী হন। এরপরই জট মুক্তি ঘটে।