শেষ আপডেট: 21st March 2024 10:16
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কলকাতার নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে এদিন সাতসকালে হানা দিয়েছেন ইডির অফিসাররা। চলছে তল্লাশি।
সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। সাড়ে ৬টা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে। জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল। তাঁর বাড়িতেই চলছে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে। ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিল তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ঠিক কী কারণ এই তল্লাশি বা জিজ্ঞাসবাদ তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ব্যবসায়ীর মাইনিং সেক্টর পরিবহনের ব্যবসা আছে। তাঁর ছেলে অভিমন্যু কেজরিওয়াল ওই কোম্পানির ডিরেক্টর। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদ কিনা তা জানা যায়নি। সূত্রের খবর, ইডি আগেও একবার এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
বুধবার সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকাই হানা দিয়েছিলেন ইডির অফিসাররা। স্বরূপ এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। স্বরূপ বিশ্বাসের বাড়ির নীচেও মোতায়েন ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গেছে, ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও বাড়ি থেকে বের হননি ইডির অফিসাররা। রাতে ইডির একটি টিমকে কিছু নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। বাকি আধিকারিকরা সেখানেই ছিলেন। আজ বৃহস্পতিবার সকালেও স্বরূপের বাড়িতে আয়কর কর্তাদের দেখা গেছে। স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও গতকাল তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও গিয়েছিলেন আয়কর আধিকারিকেরা।