শেষ আপডেট: 14th November 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয়। জালিয়াতি ও লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় হানা দিল ইডি।
বৃহস্পতিবার সকালে দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। ইডির তদন্তকারীদের একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরে হানা দেয়। জানা যাচ্ছে যেখানে তল্লাশি চলছে সেই দোতলা বাড়ির পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা।
তদন্তকারীদের অন্য আরেকটি দল লেক মার্কেটের চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রতারণার জাল কতদূর, কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলেও ইডি সূত্রের খবর।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেও লটারির বেআইনি টাকার তদন্তে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালানো হয় আয়কর দফতরের তরফে। অভিযোগ উঠেছিল, প্রকৃত যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। তখনও প্রভাবশালী যোগের তত্ত্ব সামনে আসে।