শেষ আপডেট: 25th January 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ইডি হানা। একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় শহরে অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সল্টলেকে এক অপটিক্যাল ফাইবার ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অর্থ প্রতারণা ছাড়াও বিদেশে টাকা পাচারের অভিযোগ উঠেছে ব্যক্তির বিরুদ্ধে।
ইডি সূত্রে খবর, ব্যবসা সম্প্রসারিত করার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন ওই ব্যবসায়ী। তবে টাকা পাওয়ার পরই ব্যাঙ্কের সঙ্গে সমস্ত রকম যোগযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। সেই প্রেক্ষিতে একটি বেসরকারি ব্যাঙ্ক ভিন রাজ্যে অভিযোগ দায়ের করে। সেই মামলার তদন্তেই শনিবার ইডি অভিযান শহরে।
বিনিয়োগের কথা বলে বিহারের একাধিক সরকারি আধিকারিকের থেকে কালো টাকা নিয়ে তা সাদা করার নামে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। ইডি জানতে পেরেছে, সেই টাকা পরবর্তীকাল বেনামে বিদেশে পাচার করে দেওয়া হত।
মাত্র ক'দিন আগেই ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। শুধু কলকাতা নয়, হাওড়া সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান করে তাঁরা। দক্ষিণ কলকাতার বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। পাশপাশি হাওড়ার শিবপুরেও অভিযান চালানো হয়। একটি স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই ছিল এই তদন্ত অভিযান।
এছাড়া কল সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণাচক্রের তদন্তেও গত বৃহস্পতিবার কলকাতা সহ ১০টি জায়গায় ইডি অভিযান হয়েছিল। সফটওয়্যার পরিষেবা দেওয়ার নামে টাকা গায়েব করা হচ্ছিল।এছাড়া আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন সহ একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ওই কল সেন্টারের মাধ্যমে। শুধু তাই নয়, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অন্তত ২৫-৩০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেই সন্দেহ করেছে ইডি।