শেষ আপডেট: 2nd January 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলার তদন্তে কলকাতায় হানা দিল ইডি। বৃহস্পতিবার একযোগে শহরের ৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায় তাঁরা। এসব জায়গাগুলির মধ্যে রয়েছে সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণি। বুধবার রাতেই চেন্নাই থেকে কলকাতায় আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক অফিসাররা। তারপর এদিন সকাল থেকেই শুরু হয় এই অভিযান।
দেশজুড়ে একাধিক ডিজিটাল অ্যারেস্টের ঘটনা প্রকাশ্যে এসেছে বিগত কয়েক মাসে। কখনও ইডি অফিসার সেজে, আবার কখনও মুম্বই বা দিল্লি পুলিশ সেজে প্রতারণা করা হয়েছে। কয়েক হাজার থেকে লক্ষ-কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। এইসব ঘটনার তদন্তেই কলকাতায় এসে সল্টলেকের সদানন্দ ঝাঁ নামের এক ব্যবসায়ীর বাড়িতে গেছিলেন ইডি আধিকারিকরা। যদিও সেখানে তাঁকে পাওয়া যায়নি।
এরপর ওই ব্যবসায়ীরই এক ঘনিষ্ঠকে নিয়ে বাগুইআটির একটি ফ্ল্যাটে গেছিল ইডি। অনলাইন প্রতারণাচক্রের হদিশ পাওয়ার পরই কলকাতায় এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করেছে চেন্নাইয়ের ইডির আধিকারিকরা। মনে করা হচ্ছে, ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা ঘটছে তার সঙ্গে এই ব্যবসায়ীর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারে।
সম্প্রতি ৬৫ কোটি টাকার দুর্নীতি চক্রে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। যুবকের নাম দেশের অন্তত ৩০০টি সাইবার মামলায় রয়েছে বলে জানা গেছে। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তথ্য শেয়ার করে সকলকে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করেছে।
বাঁশদ্রোণীর এক বাসিন্দা সাইবার থানায় অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৬ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। সেই ঘটনার তদন্তে নেমেই বারাসত থেকে তন্ময় পাল নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। দেখা যায়, তাঁর অ্যাকাউন্টেই ওই ৪৬ লক্ষ টাকা গেছে। এরপর তন্ময়কে জেরা করে তাঁর আরও এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।