পুজোকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল
শেষ আপডেট: 29th September 2024 22:22
বাতাসে আগমনীর সুর। চারিদিকে পুজো পুজো গন্ধ। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বছর পেরিয়ে মা দুর্গা মর্ত্যে পা রাখছেন। তাই তার আগমনে কোনও খামতি রাখা যাবে না। এসবের মাঝে শহরে ঘটে গেছে একটা ঘৃণ্য ঘটনা।
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে চেয়ে সোচ্চার লাখো লাখো মানুষ। সকলেই 'স্বজনহারা'। এদিকে গড়িয়াহাট থেকে হাতিবাগান, নিউ মার্কেট থেকে বেহালা- সব রাস্তা মানুষেরই দখলে। তবে সেটা নির্যাতিতার বিচারের দাবিতে নয়, পুজোর কেনাকাটার ভিড়ে।
বচ্ছরকার দিনে একটু আধটু কেনাকাটা না করলে কি আর চলে! সবাই কি তবে সত্যিই উৎসবে ফিরল? সারা শহর ঘুরতে ঘুরতে দ্য ওয়াল পৌঁছেছিল নিহত ডাক্তারের নিজের পাড়ায়।
সেখানে কি মানুষ অন্যবারের মতোই উৎসবে ফিরেছে? নাকি এখনও পাড়ার মেয়ের বিচারের দাবি মনে রেখেই জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে? কেমন প্রস্তুতি নির্যাতিতার পাড়ার পুজোয়? পুজোকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল।
পুজোর প্রস্তুতি কেমন, তা জানলে চাওয়া হলে পুজো কমিটির সেক্রেটারি বলেন, 'প্রতিবারের মতো এবারেও একই রকম পুজো হচ্ছে। শুধু চারদিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, তা এবারে বন্ধ থাকছে। কারণ মনটা কারওই খুব একটা ভাল নেই। প্রতিবারের মতো এবছর আলোয় সাজিয়ে দেওয়া হচ্ছে না। বাকি মায়ের পুজো যেভাবে হয়, তেমনভাবেই হবে।'
পুজো প্রসঙ্গে সেখানকার স্থানীয় এক ব্যক্তি বলেন, 'কোথাও তো পুজো বন্ধ হচ্ছে না। তাহলে এখানেই বা কেন বন্ধ হবে বলুন। তবে হ্যাঁ প্রতিবারের মতো হয়তো সেই জাঁকজমকটা থাকবে না, তবে পুজো তো অবশ্যই হবে।'