শেষ আপডেট: 8th March 2025 23:45
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিকেল কলেজে এক পুলিশ কর্মীর অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় ছিলেন কলকাতা পুলিশের ওই কর্মী। জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম অরুণ কুমার দাস। প্রত্যক্ষদর্শীদের মতে, মেডিকেল কলেজের ইমারজেন্সি বিভাগের সামনে তাঁকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খেতে শুরু করেন।
ঘটনাটি দেখে হতবাক হয়ে যান হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনরা। হাসপাতালে কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরাও বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই ওই পুলিশকর্মীকে সামলানোর চেষ্টা করা হয়। তবে মদ্যপ অবস্থায় থাকায় তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ।
শেষমেশ তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কেন কর্তব্যরত অবস্থায় এমন আচরণ করলেন তিনি, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। এই ঘটনার পরই পুলিশ বিভাগের তরফ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। অরুণ কুমার দাসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে এবং তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। এই ঘটনা ঘিরে কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে।