শেষ আপডেট: 30th January 2025 21:15
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত মেট্রোয় পোড়া গন্ধ ছড়ানোয় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়াল কলকাতার মেট্রো রেলে। এদিন রাত ৮টার পর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। পার্ক স্ট্রিট স্টেশন পার করার পর থেকেই ইঞ্জিন কামরার দিক থেকে একটা পোড়া গন্ধ আসতে শুরু করে। তাতেই আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চালক রেকটি থামিয়ে দেন।
ঠিক কী হয়েছিল সে ব্যাপারে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানা যায়নি। খানিকক্ষণ পরিষেবা থমকালেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যাত্রীদের অনেকেই পোড়া গন্ধ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার ওপর কিছুক্ষণের জন্য পরিষেবা থমকে যাওয়ায় রীতিমতো সমস্যাতেও পড়তে হয়েছিল অফিসফেরত যাত্রীদের।
আজ আগুন আতঙ্ক, কাল লাইনে ঝাঁপ, হামেশাই এহেন ভোগান্তি পোহাতে হয় মেট্রো যাত্রীদের। কয়েকদিন আগেই কবি নজরুল মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যে কারণে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা।
বিগত কয়েক মাস ধরেই কলকাতা মেট্রোয় একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তার জেরে হামেশাই ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। কীভাবে আত্মহত্যা ঘটনা ঠেকানো যায় তার জন্য নানা পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো হয়েছিল। যদিও তাতে কিছু লাভ হবে না বলেই মত আমজনতার। কারণ গার্ডরেলগুলির মাঝে যথেষ্ট ফাঁক রয়েছে এবং এইভাবে ছোট ছোট গার্ডরেল বসিয়ে এমন ঘটনা আটকানোয় যায় না।
গার্ডরেল ছাড়াও বিশেষ ফ্লেক্স লাগিয়ে আত্মহত্যা আটকানোর চেষ্টা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। গিরীশ পার্ক, কালীঘাট-সহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনে হয়েছে এই ফ্লেক্স। তাতেও লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনায় রাশ টানা যাচ্ছে না। এই আবহে মাঝে মধ্যেই যান্ত্রিক কারণে বা কোনও গলদের কারণে পরিষেবা ব্যাহত হওয়ার খবর সামনে আসে। আজও তাই। তবে এদিন খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। সঙ্গে সঙ্গেই পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর।