শেষ আপডেট: 10th September 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে আরজি কর কাণ্ড প্রসঙ্গে আলটপকা মন্তব্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সেই মন্তব্য নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রোলড হতে হচ্ছে ডোনাকে। তবে এবার তার পাল্টা দিলেন তিনি।
আরজি কর কাণ্ড নিয়ে ডোনার মন্তব্য ছিল, ''রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?'' সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্যের জন্য সৌরভ-পত্নীকে ট্রোলড হতে হয়। তবে এবার ট্রোলারদের পাল্টা দিয়ে ডোনা বলেছেন, ''আমি পাগল নই যে রেপ সমর্থন করব। আমি নারী, আমারও মেয়ে আছে, আমিও একজন মা। আমি নিজের মতো করে প্রতিবাদেও সামিল হয়েছি। কারও যদি মনে হয় অন্য এক নারীকে ছোট করে খুশি হবেন, তাহলে তাদের চিকিৎসার প্রয়োজন।''
সোমবার সুপ্রিম কোর্ট আন্দোলনকারী ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হত তাঁদের। কিন্তু তেমন কিছুই হয়নি। তবে আগেই এই বিষয় নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন মন্তব্য করেন, ‘‘এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়।’’
ডোনার এই মন্তব্যের একই দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘‘অরাজনৈতিক মানুষরা যে ভাবে রাস্তায় নেমেছেন, চাই মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে একটা উদাহরণ তৈরি হয়।’’ যদিও এর আগে তিনি আরজি করের ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। এর পরে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন, তাতে হেঁটে বিচার চেয়েছিলেন সৌরভ। অনেকেই বলেছিলেন, বিতর্ক ঢাকতে এই মিছিলের আয়োজন।