শেষ আপডেট: 15th September 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন। কিন্তু ভিডিও রেকর্ডিং-এর সিদ্ধান্তে সরকার নারাজ থাকায় বৈঠক ভেস্তে যায় আবার। এই আবহেই আন্দোলনকারীদের বৈঠক করতে চাওয়ার ইচ্ছা-অনিচ্ছা নিয়ে অডিও প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। যেখানে সিদ্ধান্ত নিয়ে ডাক্তারদের নিজেদের মধ্যেই তর্কাতর্কি হয়।
এ নিয়ে কোনও রাখঢাক না রেখেই আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো জানালেন, 'জল্পনার কোনও ব্যাপার নেই। যে অডিও বেরিয়েছে তা আমি শুনেছি। এই অডিও আমাদেরই আলোচনার অডিও। কিন্তু উনি (কুণাল) বলতে চাইছেন, আমাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। সেটা ঠিক নয়। আমরা যেভাবে আলোচনা করি সেটা গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয় সেভাবেই। বিভিন্ন কলেজের যাঁরা আছেন তাঁরা আলোচনা করলে সেখান থেকে সবার মত নিয়ে সিদ্ধান্তে আসা হয়। আলোচনার একটা অংশ উনি লিক করে আমাদের সুসঙ্গত আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। আলোচনার প্রসঙ্গে মতানৈক্য থাকেই। মিটিং করাই হয় মতানৈক্য থেকে বেরিয়ে সহমতে আসার জন্য।'
অনিকেতের পাশাপাশি আরও এক জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলছেন, 'জিবি মিটিংয়ে অনেক কিছুই উঠে আসতে পারে। মতানৈক্য থাকে। তাই জন্যই তো আলোচনা করা হয়। কুণাল ঘোষ প্রথম থেকেই আন্দোলন নিয়ে কুৎসা করে এসেছেন। মানুষ তাঁকে ভরসা করেন না। জোকারটা আন্দোলন ভাঙতে চাইছে, এভাবে আন্দোলন ভাঙা যাবে না'।
রবিবার সকালেই একটি নিজের এক্স হ্যান্ডলে একটি অডিও প্রকাশ করে কুণাল লিখেছিলেন, 'CM র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।' এর সঙ্গেই ডাক্তারদের ওই তর্কাতর্কির অডিও জুড়ে দিয়েছিলেন।