শেষ আপডেট: 10th September 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়েছে চিকিৎসকরা যেন পরিষেবায় ফেরেন। শুধু নির্দেশ নয়, আজ বিকেল ৫টার মধ্যে যোগ দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে। জানিয়েছে, এই সময়ের মধ্যে কাজে যোগ দিলে তবেই রাজ্য শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। এর পরেই আজ, মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের কথা ঘোষণা করেছিল আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন।
সেই মতোই আজ সকালে সল্টলেক করুণাময়ী পৌঁছনোর পরে সেখান থেকে স্বাস্থ্যভবনের উদ্দেশে বেরিয়ে পড়েছেন ডাক্তাররা। 'ঘুঘুর বাসা' ভাঙতে হাতে ঝাঁটা নিয়ে এগোচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের কর্তাদের প্রতীকী মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের বক্তব্য, এ বার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন।
প্রসঙ্গত, আগের সপ্তাহেই লালবাজার অভিযানে কলকাতার পুলিশ কমিশনারকে প্রতীকী শিরদাঁড়া উপহার দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই অভিনব পদক্ষেপের পরে এবার তাঁদের অস্ত্র 'ব্রেন'।
রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একের পর এক দুর্নীতির পরও এত দিন কোনও পদক্ষেপ করেনি স্বাস্থ্যভবন। সেই নিয়ে পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফা চেয়েই এই মিছিল।
কী কী দাবিতে এই মিছিল?
এই আবহে স্বাস্থ্য ভবনের সামনে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। সব গেটের সামনে ব্যারিকেড রাখা হয়েছে। রয়েছেন প্রচুর পুলিশকর্মী। পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য ভবনের অনেকটা আগেই ডাক্তারদের এই মিছিল আটকে দেওয়া হবে।