শেষ আপডেট: 10th September 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগ-সহ পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।
ডাক্তারদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছেন সেক্টর ফাইভের কর্মীরাও! হাতে জাতীয় পতাকা নিয়ে গলায় বিচারের স্লোগান তুলে বললেন 'উই ওয়ান্ট জাস্টিস'। স্বাস্থ্যভবনের ১০০ মিটার দূরে মিছিল আটকেছে পুলিশ। সেখানেই এখন অবস্থানে বসেছেন ডাক্তাররা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের উদ্দেশে স্লোগান তুললেন 'বিচার পেতে কত দিন?'
সূত্রের খবর, সেখানেই টানা চার-পাঁচ দিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে পারেন চিকিৎসকরা। সেই জন্য বায়ো টয়লেটের বন্দোবস্তও করা হচ্ছে বলে খবর।
'ঘুঘুর বাসা' ভাঙতে হাতে ঝাঁটা, প্রতীকী 'ব্রেন' নিয়ে এদিন মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবন যাতে মাথা খাটিয়ে কাজ করে, তাই এই সিদ্ধান্ত। এর আগে লালবাজার অভিযানে তাঁদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড।
সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থামিয়ে কাজে ফিরতে হবে। ৫টা পর কেউ কর্মবিরতি পালন করলে তাঁর বিরুদ্ধে সরকার শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারে। কিন্তু সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ পরোয়া না করেই স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।