শেষ আপডেট: 2nd September 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে চিকিৎসকের বিচারের দাবিতে ‘লালবাজার অভিযান’-এ নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৩ দিন। অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। এসিপির সঙ্গে কথা বলেও জট কাটল না। সারা রাত জাগবেন বলে জানিয়ে দিলেন তাঁরা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কেবলমাত্র জুনিয়র চিকিৎসকদের ২০ জনের প্রতিনিধি দলকেই লালবাজারের ভিতরে যেতে দেওয়া হবে। তবে এ দাবি মানছেন না আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে দিতে হবে, নয়তো সিপিকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না দুটোর একটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
এসিপির অনুরোধেও তাঁরা অবস্থানে অনড়। আন্দোলনকারীরা সাফ জানালেন, ৩৬ ঘণ্টা ডিউটি করে তাঁরা অভ্যস্ত। কাজেই সারা রাত জেগেই কাটিয়ে দেবেন।
নিরস্ত্র পড়ুয়া চিকিৎসকদের আটকাতে দেড়মানুষ সমান উঁচু লৌহ প্রাচীর। পুলিশে ছয়লাপ হয়ে আছে বউবাজার চত্বর। প্রবেশ রুখতে লালবাজারের কাছে ৯ ফুট উচ্চতার লোহার গার্ডরেল তৈরি করা হয়েছে। প্রতিবাদে শিরদাঁড়ায় ফুলের মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ ডাক্তারদের। সিসি ক্যামেরায় নজরদারি চালাচ্ছে পুলিশ। বজ্রআঁটুনি নিরাপত্তায় মুড়ে আছে এলাকা।