শেষ আপডেট: 24th September 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টা যেতে না যেতেই ফের সিজিও কমপ্লেক্সে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অপূর্ব বিশ্বাস। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে দুপুরে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন তিনি। আরজি করের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক অপূর্ব।
পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও। নির্ধারিত সময়ের মধ্যে তিনিও সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, এদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।
এর আগে সিবিআইয়ের তলবে দু’বার হাজিরা দিলেও গত রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিকিৎসক অপূর্ব অভিযোগ তোলেন নির্যাতিতার ময়নাতদন্তের জন্য তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি করা হয়েছিল।
চিকিৎসকের আরও অভিযোগ, নির্যাতিতার কাকা বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর উপর লাগাতার চাপ দিতে থাকে। কথা না মানলে মেরে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
রবিবার চিকিৎসকের মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। সেকারণেই এদিন কেন্দ্রীয় তদন্তকারীরা ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে চিকিৎসককে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন তদন্তকারীরা। পরে সঞ্জীব নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া যায় যাঁকে নির্যাতিতা ‘কাকু’ বলে সম্বোধন করতেন বলে খবর।
অন্যদিকে এদিন আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পড়ুয়া-ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার সময় সঞ্জয়ই ছিলেন হাসপাতালের সুপার। পরে অভিযোগ উঠতেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগেও তাঁর বাড়িতে হানার পাশাপাশি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।