দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজ
শেষ আপডেট: 31st January 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতীপুজোকে ঘিরে যোগেশচন্দ্র আইন কলেজে অশান্তি ছড়িয়েছিল। এবার উত্তপ্ত গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজ। সরস্বতী পুজোর পরিচালনার দায়িত্বে কারা থাকবে সেই নিয়ে তৃণমূল ছাত্রপরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা তৈরি হয়।
তৃতীয় বর্ষের এক ছাত্রীর অভিযোগ, তাঁকে প্রথমে কলেজে ঘাড়ধাক্কা দেওয়া হয়। কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি। শুধু তাই নয় ওই ছাত্রীকে ঘরের মধ্যে আটকে মারধর করে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও খবর।
অভিযোগ রিয়া নামে কলেজেরই পাসআউট এক ছাত্রীর বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রীর সঙ্গে অভিযুক্তের আগে থেকেই গন্ডগোল ছিল। সরস্বতী পুজো নিয়ে শুক্রবার কলেজে সাপ্লির ফর্ম ফিলাম করতে গিয়েছিলেন আক্রান্ত ছাত্রী। তখনই রিয়ার ঘনিষ্ঠ সাত-আটজন এসে তাঁকে ঘিরে ধরেন। তারপরই ঘরের মধ্যে ঢুকিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় আঁচড় লেগে রক্তাক্ত হন ওই ছাত্রী। এখানেই শেষ নয়। আক্রান্ত ছাত্রীর অভিযোগ, তাঁকে ধর্ষণের হুমকিওদেওয়া হয়।
অভিযুক্ত রিয়া কলেজের প্রাক্তন ছাত্রী। তাঁর অবশ্য দাবি ওই ছাত্রীর সঙ্গে ওরই বিভাগের অনেকের আগে থেকেই ঝামেলা ছিল। আজকে একটি মেয়ে কলেজে এসেছিল, তার সঙ্গেও ওর ঝামেলা ছিল। আমার সঙ্গে ওর দেখাই হয়নি। না আমি ওর গায়ে হাত তুলেছি। এর আগেও আমার নামে অভিযোগ তুলেছিল।
উল্টে তিনি তৃণমূল নেতা কোহিনুর মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কোহিনুর জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। রিয়া মল্লিকের সঙ্গেও কোনও যোগাযোগ নেই তাঁর।
বস্তুত, যোগেশচন্দ্র কলেজেও সরস্বতীপুজো ঘিরে তুমুল ঝামেলা সৃষ্টি হয়েছিল। ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এবং তাঁর দলবলের বিরুদ্ধে।
শুক্রবার হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে সরস্বতী পুজো হবে কলেজে। কোন অফিসারের নজরদারিতে পুজো হবে তা ঠিক করে দেবেন কলকাতার পুলিশ কমিশনার। সঙ্গে আরও বলা হয়েছে, এখন কলেজের ভেতরে থাকা বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে হবে।
হাইকোর্টের নির্দেশ, পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করতে হবে। তারই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা পুজোর ভিডিওগ্রাফি করতে হবে।
এই আবহেই এবার খবরের শিরোনামে এল দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজের ঘটনা। তাও আবার সরস্বতীপুজো ঘিরে।