Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Dilip Ghosh

উত্তরবঙ্গে মোদীর সভায় থাকবেন না! অনুপস্থিতি নিয়ে কী বললেন 'সাধারণ কর্মী' দিলীপ

প্রধানমন্ত্রীর সভায় তাঁর না যাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

উত্তরবঙ্গে মোদীর সভায় থাকবেন না! অনুপস্থিতি নিয়ে কী বললেন 'সাধারণ কর্মী' দিলীপ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 29 May 2025 05:56

দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মীরা কি তাঁকে ব্রাত্য করে দিয়েছে? স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিগত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে তা একদিকে। কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভাতেও তাঁর না থাকার বিষয়টি রাজনৈতিক মহলের চোখে লাগছে। কেন গেলেন না দিলীপ? এর জবাব নিজেই দিয়েছেন বর্ষীয়ান নেতা।

নিজেকে বিজেপির 'সাধারণ কর্মী' হিসেবে অভিহিত করে দিলীপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ''উত্তরবঙ্গের কর্মসূচিতে ওখানকার কর্মীরা থাকবে। কলকাতা যখন মোদীজি আসবেন আমরা থাকব।'' নেতার যুক্তি, যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে, তাদের থাকতে হয়। তিনি কোনও পদাধিকারী নন তাই সাধারণ কর্মী হিসেবে যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তখন যাবেন।

প্রধানমন্ত্রীর সভায় তাঁর না যাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর সাফ কথা, এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা বিজেপি বলতে পারবে কারণ তাঁরা এই সভার উদ্যোগী। এদিকে দল তাঁকে ব্রাত্য করছে কিনা এর উত্তর দিলীপের সোজাসুজি মন্তব্য, ''কে স্বীকার করল কী করল না, তাতে কিছু এসে যায় না। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি মাঠে সক্রিয় আছি।''

দিলীপ ঘোষের স্পষ্ট কথা, তিনি অস্তিত্ব সঙ্কটে ভোগেন না। তাঁর মন্তব্য, ''যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকেন, অস্তিত্ব সঙ্কটে ভোগেন, তাদের ভয় আছে। দিলীপ ঘোষ কোনও জায়গার জন্য লড়াই করে না, তাই কোনও ভয় নেই।'' আপন-পর বা বয়কটেও তিনি বিশ্বাস করেন না বলে জানান বিজেপি নেতা। 

মোদী রাজ্যের সভা থেকে কী বলেন, তার দিকেই আপাতত তাকিয়ে গোটা দেশ। চাকরিহারাদের সম্পর্কে কিছু বলেন কিনা, সে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এদিকে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গে গেছে চাকরিহারাদের প্রতিনিধি দলও। কিন্তু প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সেটা স্পষ্ট নয়।

বাংলায় আসার আগে নরেন্দ্র মোদী বুধবার রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূলের দুর্নীতির কথা। তবে আলাদা করে চাকরিহারা বা এসএসসি মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ উঠবে কিনা, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে।


ভিডিও স্টোরি