গত ১৮ এপ্রিল বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কুর বিয়ে (Dilip Ghosh Marriage) হয়। ছিমছাম অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকলেও ছিলেন না সৃঞ্জয়। তবে রিঙ্কু জানিয়েছিলেন দিলীপের সঙ্গে তাঁর বিয়ের খবরে ভীষণ খুশি ছিল একমাত্র ছেলে।
দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার এবং সৃঞ্জয়
শেষ আপডেট: 13 May 2025 21:55
দ্য ওয়াল ব্যুরো: রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত (Dilip Ghosh-Rinku Majumder Son Death) ওরফে প্রীতমের রহস্যমৃত্যু হয়েছে। সেই খবর সামনে আসতেই চর্চাও শুরু হয়েছে! মঙ্গলবার দুপুরে নিউটাউনের সাপুরজি আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের (Police) অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয়। পেশায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন তিনি। পেশাগত মানসিক অবসাদ নাকি সৃঞ্জয়ের মৃত্যুর (Srinjay Death) নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত ১৮ এপ্রিল বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কুর বিয়ে (Dilip Ghosh Marriage) হয়। ছিমছাম অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকলেও ছিলেন না সৃঞ্জয়। তবে রিঙ্কু জানিয়েছিলেন দিলীপের সঙ্গে তাঁর বিয়ের খবরে ভীষণ খুশি ছিল একমাত্র ছেলে। পাত্রও (দিলীপ) পছন্দের। রিঙ্কুর কথায় , 'এত ডিজার্ভিং একজন মানুষ...ছেলে খুবই খুশি'।
কিন্তু, বিয়ের দিন ছেলের না থাকা নিয়ে যখন জল্পনা-কল্পনা, তখন খোদ সৃঞ্জয়ই জানিয়েছিলেন, যেহেতু তিনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, তাই খুব একটা ছুটিছাটা পান না। সেই কারণেই গুড ফ্রাইডের ছুটি পেয়ে কলকাতার বাইরে বেড়াতে গিয়েছিলেন। আগে থেকে প্ল্যান করা ছিল বলেই নাকি তিনি চাইলেও বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি।
সেই সৃঞ্জয়েরই আজ মৃত্যু হয়েছে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের বেসরকারি হাসপাতাল ‘ওহায়ো’-তে। সেখান থেকেই তাঁকে ফিরিয়ে দেন চিকিৎসকরা, বলেন, সরকারি হাসপাতালে নিয়ে যেতে।
সূত্রের দাবি, সে সময়ে জ্ঞান ছিল না সৃঞ্জয়ের। সম্ভবত তার আগেই মৃত্যু হয়েছিল তাঁর। এর পরেই তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন মা রিঙ্কুও। ওই হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন।
ইতিমধ্যেই বছর ২৫-এর সৃঞ্জয়ের দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই বলতে চাইছেন না তদন্তকারীরা। দিলীপ-রিঙ্কুর বিয়ের ২৫ দিনের মাথায় একমাত্র ছেলের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। যদিও দিলীপ কিংবা রিঙ্কু- এখনও অবধি দু'জনের কারও তরফেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।