শিক্ষকদের এই আন্দোলনের পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের রায়। যাতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। সেই ঘটনার পর থেকে চাকরিচ্যুতরা নানা জায়গায় আন্দোলন চালিয়ে আসছেন।
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 18 May 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ধর্নার আজ ১২ দিন। হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ। শাসক-পুলিশের মার খেয়েও রাস্তা আঁকড়ে লড়াই করছেন সকলে। রক্তাক্ত, ক্ষত-বিক্ষত হয়েও সোজা রয়েছে মেরুদণ্ড। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য মোতায়েন রয়েছে পুলিশও। গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। সপ্তাহজুড়ে স্লোগান, প্ল্যাকার্ড আর আন্দোলন চললেও রবিবার খানিকটা অন্য চিত্র দেখা গেল সেখানে। চক-ডাস্টারের বদলে হাতে উঠল ঝাঁটা, পড়া বোঝানোর বদলে কেউ কেউ ব্যস্ত হলেন খাতা দেখায়। কেউ আবার রবিবার পরিবারের সকলকে একসঙ্গে পেয়ে ভিডিও কলে পরিস্থিতি এবং অবস্থান বুঝিয়ে দিলেন। দেখে নিলেন সন্তানের মুখ।
রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে নিয়োগপত্র পেলেও পরে চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে তাঁদের একাংশ স্কুলে ফিরে যাওয়ার কথা ভাবলেও, চূড়ান্ত আশ্বাস না মেলার কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার কলকাতার করুণাময়ী এলাকায় কেউ হাতে তুলে নিলেন ঝাঁটা, কেউবা নারকেল গাছের শুকনো পাতা। আন্দোলনরত শিক্ষকরা নিজেরাই রাস্তায় নেমে পরিষ্কার করলেন বিকাশ ভবনের সামনের রাস্তা। তাঁদের কথায়, 'এই পথ এখন আমাদের ঘর। তাই ঘর পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব।'
বারবার রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হলেও তাঁরা দাবি করছেন, কাজের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। যদিও স্কুলে গরমের ছুটি চলছে, তবুও যারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন, তাঁরা বিক্ষোভ মঞ্চেই ছাত্রছাত্রীদের খাতা দেখা, মূল্যায়নের কাজ করে চলেছেন।
শিক্ষকদের এই আন্দোলনের পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের উল্লেখযোগ্য রায়। সেই রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। সেই ঘটনার পর থেকে চাকরিচ্যুতরা নানা জায়গায় আন্দোলন চালিয়ে আসছেন।
এর আগেও কসবার ডিআই অফিস ঘিরে আন্দোলন উত্তপ্ত হয়েছিল, এমনকি পুলিশি হস্তক্ষেপেরও প্রয়োজন পড়ে। পরে বিকাশ ভবনের সামনে শুরু হয় লড়াই। সেই এলাকাও বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে। রক্তাক্ত হন বেশ কয়েকজন। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যায়, তা সময়ই বলবে। তবে আপাতত বিকাশ ভবনের সামনের ফুটপাথ হয়ে উঠেছে শিক্ষকদের প্রতিবাদের মঞ্চ।