শেষ আপডেট: 28th December 2023 07:46
দ্য ওয়াল ব্যুরো: ৬দিন পর গঙ্গার পাড় থেকে উদ্ধার হল কোটিপতি বাঙালি ব্যবসায়ীর পচাগলা দেহ। মৃতের নাম সন্দীপন প্রামাণিক (৫৩)। পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশিতে নেমেছিল পুলিশ। অবশেষে এই মঙ্গলবার রাত ৯টা নাগাদ পশ্চিম বন্দর থানা এলাকার পাথরঘাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বুধবার সকালে সন্দীপনবাবুর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেহ চিহ্নিত করেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে দক্ষিণ বন্দর থানা। তবে ওই ব্যবসায়ীর পরিবারের তরফে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে। তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গঙ্গার পাড়ের রাস্তা ধরে পেট্রোলিং চালাচ্ছিল পশ্চিম বন্দর থানার পুলিশ। তখনই ঘাটের কাছে একটি দেহ পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেহ উদ্ধার করেন। এরপর ওই পচাগলা দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
এদিকে মিসিং ডায়েরি খতিয়ে দেখে মঙ্গলবার রাতেই দক্ষিণ বন্দর থানার তরফে ওই ব্যবসায়ীর পরিবারের কাছে খবর পাঠানো হয়। তারপর বুধবার সকালে হাসপাতালে গিয়ে সেই দেহ শনাক্ত করেন সন্দীপনবাবুর ছেলে শ্যানন প্রামাণিক। এরপর সেখান থেকে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মনে করা হচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
মৃত্যুর তদন্তে নেমে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। তখনই জানা যায়, সম্প্রতি ব্যাঙ্ক থেকে ১২ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সন্দীপন প্রামাণিক। ইন্টারেস্ট সহ-মাসে ৪০ লক্ষ টাকা করে সেই ঋণ শোধ করছিলেন। মনে করা হচ্ছে, ওই ঋণের বোঝা সামলাতে না পেরেই তিনি মৃত্যুর পথ বেছে নিয়েছেন। কারণ নিখোঁজ হওয়ার পর তাঁর গাড়ি থেকে সুইসাইড নোটও মিলেছিল।