দেবাংশু ভট্টাচার্য
শেষ আপডেট: 3rd March 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়ি চালানোর অভিযোগ খণ্ডন করেছে তৃণমূল (TMC)। শনিবারের ঘটনার পরপরই সন্ধে নাগাদ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করে বলেছিলেন, 'ওসব বাজে কথা'। আসরে নেমেছিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)। বলেছিলেন, "যদি শিক্ষামন্ত্রী ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন, তাহলে গাড়ির কাচটা ভাঙার পরে তাঁর মাথা ফাটানো হত। আমি ব্রাত্য বসুর জায়গায় থাকলে আরও জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম ওখান থেকে।"
বামেদের কথা, তৃণমূলের পাল্টা ব্যাখ্যার ধারা অব্যাহত। একথা বলার কারণ, আজ অর্থাৎ রোববারই ফের দেবাংশু তাঁর ব্যাখ্যা প্রতিষ্ঠা করতে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান এবার যেন গোয়েন্দার ভূমিকায়। গতকালের 'গাড়ি ধাক্কা' ঘটনার বেশ কয়েকটি ছবি শেয়ার করে, মার্ক করে যবনিকা টানতে চেয়েছেন তিনি। লিখেছেন, "কী কমরেডরা! তাই তো? আর দরকার আছে ভিডিওর ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করার? কেউ ইন্দ্রানুজকে গাড়ি চাপা দেয়নি। তথ্য প্রমাণ-সহ প্রমাণ করতে, আমাদের সত্যালাপের সময় লাগে না। মাও-মাকুদের মিথ্যার মায়াজালে ফাঁসবেন না।"
অন্যদিকে, কুণাল ঠাকুর নামে একজন ফেসবুক পোস্ট করে লিখেছেন, "আরজি কর থেকে পানাগড় হয়ে যাদবপুর ৷ তথাকথিত এই প্রতিবাদীদের মিথ্যাচার আর দুষ্কর্মের শেষ নেই ৷ শিক্ষামন্ত্রীর গাড়িকে ধাওয়া করতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা স্কুটারে ধাক্কা লেগে পড়ে গেলে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দিয়েছে বলে চিৎকার হইচই জুড়ে দেওয়া হল। শিক্ষামন্ত্রী নিজে হাতে স্মারকলিপি গ্রহণ করার পরও শিক্ষামন্ত্রী কথা বলেননি বলে রটানো হল। আর যাই হোক, জন জীবনে কিছু ক্ষতিসাধন করতে পারা ছাড়া এইসব মেকি প্রতিবাদীদের আর কোনও ভবিষ্যৎ নেই।
এখানেই শেষ নয়, এর পরে আজ, সোমবার ফের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে যাদবপুরের ঘটনার ব্যাখ্যা করেন দেবাংশু। ফের দাবি করেন, গাড়ি চাপা পড়ার ঘটনা গোটাটাই মিথ্যে।